দুস্থদের মুখে হাসি ফোটাতে বস্ত্র দানে লায়ন্স ক্লাব অব জঙ্গলমহল রাইপুর :
— শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া জঙ্গলমহল।:-বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দুর্গাপুজো উপলক্ষে সারা দেশের বাঙালিরা মেতে উঠেছেন পিছিয়ে নেই জঙ্গলমহল। জঙ্গলমহলের রাইপুর ,রানী বাঁধ খাতড়া, সিমলাপাল, সারেঙ্গা এলাকাতেও মাতৃ প্রতিমার সাবেকিয়ানা ও আধুনিকতার সাথে সাথে থিমের বৈচিত্র। রাইপুর ব্লকের প্রত্যন্ত এলাকা ধানাড়া কংসাবতী নদীর কূলে অবস্থিত একটি গ্রাম ।এই ধানাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব জঙ্গলমহল রাইপুর জঙ্গলমহল এর পরিচালনায় আজ ধানাডা দুর্গোৎসব কমিটির মুক্তমঞ্চে দুস্থদের বস্ত্র দান শিবিরের আয়োজন করা হয়েছিল এখানে শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র ও শীতবস্তু তুলে দেওয়া হলো । এদিনের এই বস্ত্রদান শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব এর জোন চেয়ারপারসন তৃপ্তি দেবনাথ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন রাইপুর থানা আইসি সুপ্রিয় রঞ্জন মাজি, শিক্ষা রত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক সাধন মন্ডল,লায়ন্স ক্লাব অব রায়পুর জঙ্গলমহলের সভাপতি অ্যাডভোকেট সন্দীপ দে সহ সুজয় নন্দী ,ডা: রঞ্জিত মাহাত, রাধামাধব মুখার্জি, অশ্বিনী কুন্ডু, সঞ্জয় ঘটক ,মলয় মল্লিক, রবীন্দ্রনাথ দত্ত, শিবশঙ্কর মন্ডল প্রমূখ। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা রাজিব মন্ডল, পলাশ মন্ডল, চন্দন ঘোষরা বলেন আমরা আপ্লুত ও কৃতজ্ঞ লায়ন্স ক্লাব অফ রায়পুর জঙ্গলমহলের কাছে। তারা আমাদের ডাকে সাড়া দিয়ে এলাকার শতাধিক দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন। আগামী দিনে এলাকার মানুষকে নিয়ে সামাজিক সচেতনতা শিবির ও চক্ষু শিবির করবেন বলেও আশ্বাস দিয়েছেন। জোন চেয়ার পারসন তৃপ্তি দেবনাথ বলেন আমরা একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সদস্যা সমাজ সেবাই আমাদের মূল মন্ত্র। আমরা সব সময় অসহায় মানুষদের পাশে আছি।