দুস্থ পড়ুয়াদের পাশে গ্রাম পঞ্চায়েত অফিসারের মানবিক মুখ

Spread the love

দুস্থ পড়ুয়াদের পাশে গ্রাম পঞ্চায়েত অফিসারের মানবিক মুখ

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
দুস্থ পড়ুয়াদের পাশে দাঁড়ালেন রাজনগর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার । সমাজে এখনও অনেক দুস্থ পরিবারের ছেলে মেয়ে রয়েছে, যাদের পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে প্রবল বাধা হয়ে দাঁড়ায় আর্থিক দুরবস্থা। পারিবারিক অর্থনৈতিক অনটনের কারণে নিজেদের অদম্য ইচ্ছাকে পূরণ করতে পারেনা বহু পড়ুয়া। অনেক মেধাবী ছাত্র-ছাত্রীর প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। যেকোনো দিক থেকে একটু আর্থিক সাহায্য পেলে এরা যেমন নিজেদের পড়াশোনাকে ঠিকঠাক চালিয়ে যেতে পারে, তেমনই ভবিষ্যতে নিজেদের স্বপ্নকেও পূরণ করতে পারে।
পড়াশোনায় এরকমই বেশ কিছু আগ্রহী অথচ দুস্থ সেইরকম পড়ুয়াদের পাশে দাঁড়ালেন বীরভূমের রাজনগর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার সিউড়ির বাসিন্দা সৈয়দ এরশাদুল কবীর।
একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজনগর এলাকার নবম ও দশম শ্রেণীর ছয় জন ছাত্রছাত্রীর হাতে প্রয়োজনীয় পাঠ্যপুস্তক তুলে দিলেন। যাতে এইসব পড়ুয়ারা নিজেদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে।
পাঠ্যপুস্তক হাতে পেয়ে খুশি নবাব বাউরি, পবন বাগ্দী, চাঁদমনি মুর্মু, সেখ কেরাফুল, সেখ নাদির ও শ্রাবনী হাঁসদা।
সমাজসেবী সৈয়দ এরশাদুল কবিরের এই মানবিক কাজের প্রশংসা করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *