,’দুয়ারে সরকার’ ফ্লেক্স নিয়ে চাপানউতোর মেমারিতে

Spread the love

সেখ সামসুদ্দিন,

মেমারি পুরশহরে দুয়ারে সরকারের পোস্টার কেউ বা কারা রাতের অন্ধকারে ছিঁড়ে দিচ্ছে বা খুলে ফেলে দিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়। এ বিষয়ে মেমারি থানায় অভিযোগ নথিভুক্ত করা হয় বলে জানা যায়। শাসক দলের ধারণা বিজেপি দলের কর্মীরা একাজ করছে, যদিও থানায় কোন দলের নাম করে অভিযোগ নথিভুক্ত করা হয়নি। ঘটনা আজ সকালে মেমারি শহরের পুরাতন সবজি বাজারে দুয়ারে সরকারের প্রচারে একটি ফ্লেক্স ছিল যার নিচের দিকে ছিল মমতা ব‍্যানার্জীর ছবির সঙ্গে শহর সভাপতি অচিন্ত‍্য চ‍্যাটার্জী ও সহসভাপতি আশিষ ঘোষদস্তিদারের ছবি। রাতের অন্ধকারে কেউ নিচের দিক থেকে তিনজনের ছবি কেটে ফেলে দেয়। এ বিষয়ে শহর সভাপতি জানান কয়েকদিন ধরেই বিভিন্ন ওয়ার্ডে ফ্লেক্স খুলে ফেলে দেয়া বা নষ্ট করার ঘটনা ঘটে চলেছে। আজকের ঘটনা প্রথম ঘটল ছবির অংশ কেটে ফেলে দেয়া। এ বিষয়ে বিজেপির নগর সম্পাদক সুনীল মন্ডল বলেন বিজেপি দল এরকম ঘৃণ‍্য কাজ করেনা। এটা তৃণমূলের অন্তর্কলহে নিজের দলের গোষ্ঠী রাজনীতির ফসল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *