খায়রুল আনাম,
বীরভূম : মহম্মদবাজারের চাঁদা মৌজায় সরকারের হাতে থাকা জমিতে দেউচা-পাঁচামি কয়লাখনি প্রকল্পের কাজ শুরু করার প্রাথমিকস্তরে এখানে যে সব শাল, সেগুন, মহুয়াগুলি রয়েছে তা কাটা হবে বলে প্রচার করে কয়েকটি রাজনৈতিক দল বিতর্ক তৈরী করে এবং এখানকার আদিবাসীদের ভাবাবেগে আঘাত করে রীতিমতো হট্টগোলে বাধিয়ে দিয়ে, এই কয়লাখনি প্রকল্পকে বানচাল করার কারবার শুরু করে। কিন্তু সরকারিভাবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, কোনও গাছকেই নষ্ট না করে এখানকার গাছকে অন্যত্র প্রতিস্থাপন করা হবে। খড়্গপুর আইআইটির অনুমোদিত একটি সংস্থা সেই কাজ শুরু করেছে। বিশেষ পদ্ধতিতে গাছগুলিকে তুলে তা প্রতিস্থাপন করা হচ্ছে অন্যত্র। এতে ৯০ শতাংশ গাছকেই বাঁচিয়ে রাখা যাবে বলে ওই সংস্থা জানিয়েছে। আর সেই প্রতিস্থাপনে কাজ দেখে খুশি এখানার মানুষ। তারা এখন ওই গাছের পুজোও করছেন।