দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’। ২৪ নভেম্বর, রবিবার রাত ১০ টায়।

Spread the love

দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’। ২৪ নভেম্বর, রবিবার রাত ১০ টায়।

কলকাতা, ২৪শে নভেম্বর: ১৫ নভেম্বর, ২০২৪। শুক্রবার। সন্ধে। কসবা। চায়ের দোকানে ধোঁয়া উঠছে। ট্যাক্সির আর অ্যাপ ক্যাবের ভিড় বাড়ছে অ্যাক্রোপলিস মলের সামনে। সিগনালে দাঁড়িয়ে সার বেঁধে দাঁড়িয়ে গাড়ি। রাজডাঙা ক্রসিঙের কাছেই নিজের বাড়ির সামনে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাঁর স্ত্রী ও তাঁর বন্ধু। সেখানেই দাঁড়ালো একটা স্কুটার। দুজন বসে। বেরিয়ে এল একটা রিভলভার। রিভলভার তাক করল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। কিন্তু রিভলভার চলল না। প্রাণে বাঁচলেন সুশান্ত ঘোষ। ঘটনাস্থলেই ধরা পড়ে এক দুষ্কৃতী। আর তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের প্রতি মোড়ে কেঁচো খুঁড়তে বের হচ্ছে কেউটে। জমি দখল, জল জমিয়ে বেআইনি নির্মাণ এবং বহিরাগত চক্রের জটিল নেক্সাস ক্রমশ প্রকাশ্যে আসছে। তদন্তে উঠে এসেছে বিহারের গ্যাং-এর নাম, যারা দীর্ঘদিন ধরে সক্রিয় কলকাতায়। এই ঘটনায় জমি মাফিয়া ও বেআইনি অস্ত্র চক্রের ভূমিকা আরও স্পষ্ট হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলা-বিহার ও বাংলাদেশ সীমান্ত চোরাচালানকারীদের সুবিধা করে দিচ্ছে। বেআইনি জমি দখল। বেআইনি বাড়িগুলোয় আশ্রয় নিচ্ছে অনুপ্রবেশকারীরা। বিগত কয়েক সপ্তাহে রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি ও হত্যার ঘটনা এবং তাতে বহিরাগত যোগ উদ্বেগ বাড়িয়েছে। অনুপ্রবেশের তত্ত্ব থেকে জঙ্গি যোগ। এর আগেও নাম জড়িয়েছে গুলশন কলোনির। জমি দখল থেকে খুনের চেষ্টা। জমি মাফিয়াদের দৌরাত্ম। বিরোধীদের নিশানায় প্রশাসন। পুলিশের নাকের ডগায় কীভাবে চলল এই কাজ? কীভাবে হল দিনে দুপুরে পুকুরচুরি? এই গুলিকাণ্ডের পিছনেই বা লুকিয়ে কোন রাজনীতির অঙ্ক? বিশেষজ্ঞদের মতামত সমেত গ্রাউন্ড জিরোয় TV9 বাংলার অন্তর্তদন্ত। দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’। ২৪ নভেম্বর, রবিবার রাত ১০ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *