দেড় হাজার মানুষের বস্ত্র বিতরণ
এদিন শ্রীরামপুর বটতলা হকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয়দেব দাস ও অন্যান্যদের সহযোগিতায় বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে বিজয় রাম আদিবাসী পাড়া এবং লক্ষ্মীপুর মাঠ রানা প্রতাপ ক্লাবের ব্যবস্থাপনায় লক্ষ্মীপুর মাঠ এবং বিজয়রাম এলাকায় মোট ১৫০০ এর মতো শীতবস্ত্র সহ অন্যান্য নতুন পুরোনো বস্ত্র বস্তিবাসীর কাছে তুলে দেয়া হয়।
এই কর্মসূচির সহযোগিতায় ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ইউ আই টির প্রিন্সিপাল অভিজিৎ মিত্র সহযোদ্ধার সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ মল্লিক, সৌমিত্র হাজরা, বৃত্তি মল্লিক, আমন, পঙ্কজ,সহ কোষাধক্ষ সুচিত্রা মাল, যমুনা চ্যাটার্জি।
এই বিষয়ে বিজয়রামের উদ্যোক্তা সঞ্জয় সাঁই এবং
লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাবের
রাজু মিশ্র (সম্পাদক রানা প্রতাপ ক্লাব) জানান খুব ভালো উদ্যোগ । এই প্রকার কর্মসূচিতে সাধারণ বস্তিবাসী বা পিছিয়ে পড়া এলাকার মানুষেরা জন্য খুবই ভালো প্রয়াস।