দেবতার সন্ধান
সৌমিতা দত্ত (আন্দুল, হাওড়া)
কেউ কী আমায় দিতে পারেন দেবতার ঠিকানা?
সব দেবতাকেই চিনি কিন্তু তাদের ঠিকানা আজও অজানা।
আজ আমি খুঁজে বেড়াই ঠাকুরের সন্ধান,
আমাদের জীবনে তাদের আছে অনেক অবদান।
জাতি – ধর্ম নির্বিশেষে ভিন্ন তার নাম ;
ভিন্ন ভাবে উৎসব পালিত হয় করে ধুমধাম।
ইশ্বর, গড নাকি আল্লা কে বড় দণ্ড চলে অবিরাম!
মজা পেয়ে ঠাকুর যেনো বলে ওরে আমি
এক ও অভিন্ন, কাজেই এবার তোরা থাম।
স্বর্গ নামক স্থানে নাকি বাস করেন তারা!
বিশ্ববাসীর চাহিদা পূরণের চেষ্টা করেন যারা।
অনেকেই বলেন শুনি তারা
মিশে থাকে মানুষের মাঝে,
অনুভবে পাবে তাদের, পাবেনা শারীরি আভাসে।
আজ আমি ক্লান্ত হয়ে আর
খুঁজিনা তাদের ঠিকানা,
বিশ্বাসেই আছেন তিনি
কথাটা কারোরই নয় অজানা।