দেবীপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারলো বৃদ্ধা
আনোয়ার আলি, মেমারি ১৭ ডিসেম্বর ২০২৪ :
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-হাওড়া মেনলাইন শাখার দেবীপুর স্টেশন সংলগ্ন রাস্তার ওপর ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ১ বয়স্ক মহিলার। জানা যায়, রেললাইন পারাপার করতে গিয়ে মঙ্গলবার ৪টে ৪৫ নাগাদ ডাউন তারা মা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্য়ু হয় বয়স্ক মহিলার।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই মহিলা বাড়ি দেবীপুর স্টেশন সংলগ্ন আলিপুর রাজবাগান কলোনিতে । বছর ১৫ আগে স্বামী হারিয়েছে ওই মহিলা। এক পুত্র সন্তানকে নিয়ে তিনি থাকতেন। বাড়ি থেকে বাজারের উদ্দেশ্য যাবার পথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় চড়িয়েছে চাঞ্চল্য।