মোল্লা জসিমউদ্দিন টিপু,
; বুধবার বিকেলে মঙ্গলকোট থানায় আসন্ন দোল উৎসব উপলক্ষে এলাকাবাসীদের নিয়ে শান্তি বৈঠক হলো। এই শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট বিডিও জগদীশ চন্দ্র বারুই প্রমুখ। এই বৈঠকে বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা যেমন ছিলেন, ঠিক তেমনি ছিলেন বিভিন্ন মন্দিরের পুরোহিতরা।আসন্ন ভোটের তৃনমূলের প্রার্থী অপূর্ব চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন। আইসি পিন্টু মুখার্জি উপস্থিত সকল এলাকাবাসীদের কাছে অনুরোধ রাখেন যে, “দোলের দিন রঙ খেলা কে নিয়ে সামান্য জটলার বিষয় যেন পুলিশ কে অবগত করা হয় । কেননা অনেক সময় ছোট বিষয় বড়ঘটনা হয়ে যেতে পারে “।সামনে বিধানসভা নির্বাচন, তাই রাজনৈতিক উত্তাপের কথা মাথায় রেখে একটু বেশি সর্তক মঙ্গলকোট থানার পুলিশ।