সাধন মন্ডল,
স্নেহের বন্ধন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে আজ তাদের দ্বিতীয় বর্ষ জন্মদিন উদযাপন অনুষ্ঠিত হলো রামসাগর অমর সেবা সংঘ বৃদ্ধাশ্রমে। এদিন এই স্বেচ্ছাসেবী সংস্থাটির কর্মকর্তারা বৃদ্ধাশ্রমে গিয়ে সকলকে নিয়ে কেক কেটে দিনটি পালন করে সাথে বৃদ্ধাশ্রমে থাকা আবাসিক দের সকালের টিফিন ও দুপুরের মিলের ব্যবস্থা করেন। এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা মৌসুমী বন্দোপাধ্যায় বলেন আমরা সারা বছর ধরেই নানান সামাজিক কর্মকাণ্ড করে থাকি । আজকের শুভ জন্মদিনটি আমরা একটু অন্যরকম ভাবে পালন করলাম ।আমাদের সাথে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট জ্যোতিষী উজ্জ্বল কান্তি সিদ্ধান্ত শাস্ত্রী। এ ছাড়া উপস্থিত ছিলেন দীপ্তিমান বন্দ্যোপাধ্যায়, নিরঞ্জন কর্মকার, শ্রাবণী মুখার্জি, রুনা কর্মকার কাকলি রায়, রূপা পাত্র, পূর্ণেন্দু পন্ডা পূজা কর্মকার, কল্যাণ পতি অদিতি সন্নিগ্রহী সহ অন্যান্যরা। দিন দিন কেন এত বৃদ্ধাশ্রম বাড়ছে এ নিয়ে একটি প্রাণ উজ্জ্বল আলোচনা সভা অনুষ্ঠিত হয় এখানে। মৌসুমী দেবী আরো বলেন আমরা সারা বছর ধরেই অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে তাদের এগিয়ে চলার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।