নিজস্ব প্রতিনিধি,
কলকাতার ধর্মতলা চত্বর বিশেষত স্টেটবাসের উত্তরবঙ্গ এবং দক্ষীনবঙ্গ ডিপো এলাকায় ইভটিজারদের দৌরাত্ম ক্রমশ বেড়ে উঠছে। একাকী মহিলা যাত্রীদের টার্গেট করে এরা।কখনও ছিনতাইয়ের উদ্দেশ্য আবার কখনো বা নারী শরীরের স্পর্শ পেতে এরা বেপরোয়া। অনেকেই চক্ষুলজ্জায় পুলিশের দারস্থ হয়না।একটু সন্ধে নামলেই বাসস্ট্যান্ড এলাকা আতঙ্কের কারণ হয়ে উঠে বলে নিত্যযাত্রীদের অভিযোগ। এইরুপ এক যাত্রী তথা কলকাতার প্রথম শ্রেণির এক সংবাদপত্রের সাংবাদিক জানান – ” রাত তো দূর অস্ত, সন্ধে নামলেই এলাকাটা যেন কেমন কেমন হয়ে যায়। কলকাতা পুলিশের নজরদারি বাড়ুক এখানে।এটা আমরা চাই”। জানা গেছে, দূরপাল্লার বাস থেকে আগত যাত্রীদের যেভাবে ট্যাক্সি ড্রাইভারদের একাংশ টানাহেঁচড়া করে থাকে স্টেটবাস ডিপো এলাকায় । তাতে যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে উঠে।