ধান শালিকের দেশে

Spread the love

ধান শালিকের দেশে


বিভাগ –গদ্য কবিতা
কলমে–নির্মল কুমার প্রধান
তারিখ –০৭/১০/২০২৪

দিগন্ত ছোঁয়া সোনালি ধান
হিম হাওয়া এসে লুটোপুটি খায়
সোনালি-সবুজে , মাটি- মুক্তোয় , মাঠ- আলে
ভোরের সূর্যটা আবীর ঢালে
চতুর্দিকে শুধু রঙ আর রঙ –মিষ্টি নবান্ন ভোর।

সকলের আনন্দ মাঠকে ঘিরে
গোলা ভর্তি হবে ,উৎসব হবে ,পায়েস গন্ধ ছড়াবে
সবার আশা – পথ হবে কন্টক শূন্য ,
কিন্তু সময়ের অমোঘ নিয়মে
আবার গোলা শূন্য হবে চোখের জলে ।

একদিন গন্ধ ধানের খৈ দুষ্প্রাপ্য হবে গাঁয়ে
ধান -চাল সবই উঠে যাবে শহরে
থাকবে শুধু খাঁ খাঁ মাঠ , ধূ ধূ আল পথ
বিষণ্ণ চাঁদ নামবে , কর্দমাক্ত হবে পুকুর -ডোবা
পৌষ একা একা পথ পেরোবে ধান শালিকের দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *