ধারাবাহিক করোনা আক্রান্তর ঘটনায় তটস্থ নবদ্বীপ

Spread the love

শ্যামল রায়,


নবদ্বীপ থানা এলাকায় ফের করোনা ভাইরাস এর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে যে  ২ মহিলাসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার দুপুরে নবদ্বীপ পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ঝাপান তলা পাড়া থেকে এক যুবতীর দেহের পজিটিভ দ্রুত কল্যাণী কভিড হাসপাতালে নিয়ে গিয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা অ্যাম্বুলেন্সে করে। জানা গিয়েছে ওই যুবতী ক্যান্সারে আক্রান্ত ছিলেন গত ১৯ মে কলকাতা পরীক্ষা-নিরীক্ষা করার পর এদিন করোনার পজেটিভ রিপোর্ট হাতে আসে স্বাস্থ্য দপ্তরের কাছে দ্রুত হাসপাতাল ভর্তি করা হয়েছে। এলাকাটি দমকল দপ্তর থেকে স্যানিটাইজার করা হয়েছে এবং বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে রয়েছে সিভিক পুলিশ ক্রিকেট। পরিবারের অন্য লোকজনদেরকে হোম কোয়ারেন্টাইন এ পাঠানো হয়েছে।
এছাড়াও নবদ্বীপ পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কলাবাগান থেকে এক যুবক করণায় আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে ওই যুবক পরিযায়ী শ্রমিক নবদ্দীপ পৌরসভার যুব আবাস হোম কোয়ারেন্টাইন এ ছিল। এছাড়াও নবদ্বীপ থানার মুকুন্দপুর গ্রাম থেকে এক মহিলা করোনায় আক্রান্ত হয়েছেন। দ্রুত কল্যাণী থেকে এম্বুলেন্স এসে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এলাকা স্যানিটাইজার এবং বাসের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে রয়েছে পুলিশ ক্রিকেট। পরপর করণায় আক্রান্তের ঘটনায় এলাকাবাসী চিন্তিত এবং আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেয়া হয়েছে যাতে মানুষের কোন অসুবিধা না হয় এবং সব সময় মাছ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের যাতায়াত করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *