ধারাবাহিক চলছে পাড়ায় সমাধান ক্যাম্প
সেখ সামসুদ্দিন, ৮ অক্টোবরঃ পূর্ব বর্ধমানের জামালপুরে আমার পাড়া আমার সমাধান ক্যাম্প আয়োজিত হয় চকদিঘী ও জোতশ্রীরাম অঞ্চলের যথাক্রমে চকদিঘী হাই স্কুল ও অমরপুর হাই স্কুলে। আজ এই ক্যাম্প পরিদর্শনে হাজির ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, জয়েন্ট বিডিও, বি এল আর ও প্রত্যুষ বাগ, দুই প্রধান অসীমা বাগ ও আরিফা বিবি, তাবারক আলী মন্ডল ও দুই অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান ও তপন দে সহ অন্যান্যরা। তারা সম্পূর্ণ ক্যাম্প ঘুরে দেখে সাধারণ মানুষের সাথে কথা বলেন যারা এখনো সরকারী বিভিন্ন প্রকল্পের সুবিধা পাননি তারা সেই সুবিধা যাতে পান তার ব্যবস্থা করতে সাহায্য করেন। মেহেমুদ খান বলেন মুখ্যমন্ত্রীর এ এক অভিনব পরিকল্পনা। পাড়ার মানুষ নিজেরাই নিজেদের পাড়ার উন্নয়নে অংশগ্রহণ করছেন। তিনি আরো জানান মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখান। ইতি মধ্যেই বিভিন্ন গ্রামে বিভিন্ন বুথের যে কাজ সাধারণ মানুষ ধরিয়েছিলেন সেই সমস্ত কাজ শুরু হয়ে গেছে। আর এখানেও কোনো দল বিচার করেন নি মুখ্যমন্ত্রী। এই উন্নয়নের অংশীদার সকলেই হবেন। বিধায়ক বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা রাখেন। প্রতিটি বুথে যে ১০ লক্ষ টাকা করে অনুদানের কথা বলেছিলেন ব্লকের অনেক পঞ্চায়েতের অনেক গ্রামে সেই কাজ শুরু হয়ে গেছে। বিরোধীরা যত যাই বলুক উন্নয়নের কাছে তাদের কন্ঠ স্তব্ধ হয়ে যাবে।