নচিকেতার কন্ঠে প্রথম শ্রীকৃষ্ণ ভজন

Spread the love

গীতিকার গোবিন্দ প্রামাণিক এর কথায় এবং সুরকার ও সঙ্গীত শিল্পী রাজকুমার রায় এর সুরে নচিকেতা চক্রবর্তীর কন্ঠে প্রথম শ্যামা সঙ্গীত ” তোকে শ্যামা” র পর এবার নচিকেতা চক্রবর্তী কন্ঠে প্রথম শ্রীকৃষ্ণ ভজন
এই প্রথম বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তীর কন্ঠে শ্রীকৃষ্ণ ভজন “কৃষ্ণ নাম বলবো ” ৷ গানটির গীতিকার সেই শ্রী গোবিন্দ প্রামানিক এবং সুর আরোপ করেছেন শ্রী রাজকুমার রায় মহাশয় ৷ গানটির কথা ও সুর অসাধারণ মেলবন্ধন ঘটেছে এই গানটিতে , এছাড়া গীতিকার গোবিন্দ প্রামাণিকের সুযোগ্য পুত্র শ্রী উদয় প্রামাণিকের সুর ও কথায় শ্রী রাজ কুমার রায়ের কন্ঠে “চোখ মোছাবো নচির গানে ” প্রকাশিত হলো নচিকেতা চক্রবর্তী হাত ধরে ” টিউন ইন ” ইউটিউব চ্যানেল থেকে লেকটাউনে। আগামী দিনে এই ধরনের গান গাওয়ার ইচ্ছা রইলো জানালেন নচিকেতা চক্রবর্তী । ছবি সুবল সাহা ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *