নতুন করে ফুটবল প্রতিযোগিতা শুরু

Spread the love

নতুন করে ফুটবল প্রতিযোগিতা শুরু

সেখ রাজু,

বাজার জয় দুর্গা ক্লাবের উদ্যোগে এবং বাজার শিব সেরেস্তার সহযোগিতায় চুড়ান্ত পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বর্ধমান জনতা ফুটবল ক্লাব এবং ভাতার জুনিয়র একাডেমি । দীর্ঘ 20 বছর পর ক্লাব সদস্যদের সহযোগিতায় নতুন করে ফুটবল প্রতিযোগিতা শুরু করে বাজার জয় দুর্গা ক্লাব । মঙ্গলকোটের বাজার বনকাবাসী গ্রামে হাইস্কুল মাঠে ২৬ শে নভেম্বর থেকে আটটি দলের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল । ফাইনাল খেলায় বর্ধমান জনতা ফুটবল ক্লাব 2-0 গোলে ভাতার জুনিয়র একাডেমিকে পরাস্ত করে । সেরা খেলোয়াড় নির্বাচিত হন বর্ধমান জনতা ফুটবল ক্লাবের অসীম দেবনাথ । সমগ্র মাঠজুড়ে দর্শক আসন পরিপূর্ণ ছিল । এদিন মহিলাদের উপস্থিতি যথেষ্ট লক্ষ্যণীয় । ফুটবল খেলার প্রতি মহিলাদের এই অগ্রণী ভূমিকাকে ক্লাব সদস্যরা সাধুবাদ জানায় ।

ক্লাবের সভাপতি তুষার মল্লিক, সম্পাদক উৎপল চক্রবর্তী, সদস্য অরূপ চৌধুরী, পিন্টু ঘোষ প্রমুখরা জানান বর্তমানে যুব সমাজরা মাঠ মুখী থেকে সরে গিয়ে মোবাইল গেমের প্রতি আসক্ত বেশি । তাই তাদেরকে আবার নতুন করে মাঠমুখী করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস । বিগত কুড়ি বছর এই মাঠে প্রতিযোগিতা বন্ধ ছিল । আবার নতুন উদ্যোগ নিয়ে আমরা শুরু করেছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *