নতুন পেট ক্যালেন্ডারের অন্যতম পাতায় যুক্ত হলেন মুম্বাই খ্যাত অভিনেত্রী, পরিচালক প্রযোজক সমু মিত্র, সঙ্গে দোসর চিরঞ্জিত! 

Spread the love

নতুন পেট ক্যালেন্ডারের অন্যতম পাতায় যুক্ত হলেন মুম্বাই খ্যাত অভিনেত্রী, পরিচালক প্রযোজক সমু মিত্র, সঙ্গে দোসর চিরঞ্জিত! 

নিজস্ব প্রতিনিধি, 

কিছুদিন আগেই তিনি উপহার দিয়েছেন ‘বন্ধুর জন্মদিনে’, তবে কর্ম জগতে তার অবাধ বিচরণ। কখনো অভিনেত্রী, কখনো পরিচালক, কখনো আবার  প্রযোজক নানান রূপে তিনি ধরা দিয়েছেন মানুষের কাছে। সমাজ সেবার ক্ষেত্রেও তার অবাধ বিচরণ, লকডাউনের সময় মানুষের পাশে থেকেছেন সব সময়। তবে  এবার আরো এক মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত হলেন সমু মিত্র। সদ্য প্রকাশিত পেট ক্যালেন্ডারে চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে বিশেষ রূপে  ধরা দিলেন তিনি। 

‘পথপশু। এই শব্দটার মধ্যেই একটা উপেক্ষা লুকিয়ে আছে। পথপশু বলতে রাস্তার মালিকানাহীন কুকুর , বেড়ালদের মূলত বোঝায়। যারা একটু খাবার চাইতে গেলে জোটে মারধর, ঘাড়ধাক্কা, গায়ে গরমজল, কখনও বা এসিড ছুঁড়ে মারা। যাদের বাচ্চারা জন্মে গাড়ির তলায় প্রাণ হারায়। আর আছে ঘরবিতাড়িত গরু, ছাগল, অবসরপ্রাপ্ত হয়ে পরিত্যক্ত ঘোড়া। ব্রিড ডগ দিয়ে ক্রমাগত ব্রিডিং করিয়ে, তারপর বয়সকালে তার প্রজনন ক্ষমতা চলে গেলে, অসুস্থ হয়ে গেলে, তাকে মৃত্যুর জন্য পথে ফেলে দেওয়া হয়। এদের সহমর্মী সহনাগরিক হয়ে এদের পাশে এসেছে পারমিতা মুন্সী। পারমিতার পোষ্য সন্তান নিউটন স্মৃতিতে হচ্ছে সেলিব্রেটি পেট ক্যালেন্ডার ২০২৩। এই কাজে পারমিতার অন্যতম দুই সহযোদ্ধা পারমিতার স্বামী, বিশিষ্ট আর্ট ডিরেক্টর সুদীপ ভট্টাচার্য ও এই প্রজেক্টের ক্রিয়েটিভ সুপারভাজার সুকন্যা রক্ষিত গুপ্ত। এই পেট ক্যালেন্ডারের – ই কভার গার্ল হিসেবে থাকছি আমি। ক্যালেন্ডারের বিক্রয়লব্ধ টাকায় প্রতিদিন ৩০০+ পথকুকুর, বেড়ালদের ফিডিং করানো হবে। তাদের টীকাকরন হবে। বার্ষিক ১০০ টা কুকুর বেড়ালের স্টেরিলাইজেশন হবে। অসুস্থ, বৃদ্ধ, পরিত্যক্ত পথপশুদের ফস্টারিং করা হবে। আর যেটা হবে, সেটা হলো একটা পেট ক্যাব কাম ২৪*৭ পরিষেবাসহ পেট এম্বুলেন্স সার্ভিস। আরও অনেক পরিকল্পনা আছে পথপশুদের নিয়ে, যেটার বিস্তার হবে পশ্চিমবঙ্গের সব জেলা ভিত্তিক। ভাগ্য সাথ দিলে সেই সীমা রাজ্যের গন্ডি পেরিয়ে দেশ… দেশের গন্ডি পেরিয়ে… অনেকদূর যেতে পারে, পারমিতা মুন্সীর এমন এক মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি আপ্লুত।”

 এই পেট ক্যালেন্ডার ২০২৩ এর অন্যান্য মডেল হলেন –  অনন্যা চ্যাটার্জী, শ্রীলেখা মিত্র, কনিনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, পল্লবী চ্যাটার্জি, পিয়ালী মুন্সী, অরিজিৎ দত্ত, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্র, এনা সাহা, নিখিল জৈন, কবি জয় গোস্বামী, রূপম ইসলাম, প্রসূন ব্যানার্জি, শুভ্রজিত মিত্র, অভিজিৎ আঢ্য , মার্গারেট, সেওতি তালুকদার, সঞ্চয়িতা তালুকদার,  সুজয় বিশ্বাস  আবীর ব্যানার্জি, অভয়া বসু, কবি সেবন্তি ঘোষ, ও তন্ময় দাস।  পেট মডেলরা হলো পান্ডা, জিজি, কোকো, আম, আটি, পন্ডিত, কিউবা, পপকর্ন, গোল্ডী, কোকো ঘোষ, পটকাই, গাজর, চেরী, স্ন্যাপ, ব্রুনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *