নতুন ফৌজদারি আইন সম্পর্কে আইনি সাক্ষরতা সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং বীরভূম জেলা পুলিশের সহযোগিতায় সিউড়ি ডি আর ডি সি র সভাকক্ষে নতুন ফৌজদারি আইন সম্পর্কে আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। এদিন মূলত সম্প্রতি যে নতুন তিনটি ক্রিমিনাল আইন সংযোজিত হয়েছে সে সম্পর্কেই এই আলোচনা শিবিরের আয়োজন বলে জানা গেছে। নতুন তিনটি আইনের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বি এন এস, দ্বিতীয়ত নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বি এন এস এস এবং তৃতীয়ত ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম অর্থাৎ বি এস এ। উক্ত আইনগুলির তাৎপর্য কি, নতুন আইন গুলি কিভাবে কার্যকর হতে পারে, কি প্রভাব পড়তে পারে ইত্যাদি বিষয়গুলি নিয়েই মূলত আলোকপাত করা হয়। আলোচক হিসেবে ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর তথা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিভাস চ্যাটার্জী এবং এপিপি কেসব দেওয়াসী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি কুনাল মুখার্জি, জেলা জর্জ আরতি শর্মা রায়, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি সুপর্ণা রায় এছাড়াও ছিলেন এ ডি জে, ডি এস পি ট্রাফিক, আই সি, জেলার সমস্ত থানা থেকে আগত পুলিশ আধিকারিক সহ পার্শ্ব আইনি সহায়কগন। নতুন তিনটি লাগু হওয়া আইন তথা নতুন ফৌজদারি আইন সম্পর্কে আইনি সাক্ষ্যতার বিষয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সেক্রেটারি সুপর্ণা রায়।