নন্দনে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা “মাইক”

Spread the love

নন্দনে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা “মাইক”

রাজকুমার দাস

বাংলাদেশের ছোটদের জন্য নির্মিত ছবি “মাইক” মহা সমারোহে দেখানো হলো কলকাতার দর্শকদের।
প্রযোজনা প্রতিষ্ঠান গৌরব ‘৭১। ২১ জানুয়ারি বিকাল ৫ টায় পশ্চিমবঙ্গের সরকারি প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র কেন্দ্র নন্দনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড এলাইড আর্টস।

বাংলাদেশ থেকে চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন এই ছবির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন,তাকে সংগঠনের তরফে স্মারক মানপত্র ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হয়।

এ বিষয়ে পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, জাতি হিসেবে আমাদের একটি গৌরবের বিষয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। সেই ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার জন্য মাইকের কোন বিকল্প নেই। বিষয়টি নিয়ে সিনেমা তৈরি করতে পেরে আমরা গর্বিত। এটি সত্যি আনন্দের খবর আমাদের সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় প্রদর্শিত হলো। আমি ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড এলাইড আর্টস-এর সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই। কলকাতার দর্শকের জন্য এমন একটি সুযোগ করে দেওয়ায়। আপনারা আরো জেনে খুশি হবেন, মস্কো ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন সহ মাইক ইতমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেছে এবং আরো বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেয়েছে।

এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত নিষিদ্ধ সময়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে উজ্জীবিত একদল কিশোরের দ্রোহের গল্প নিয়ে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরীসহ একঝাঁক শিশু শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *