নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সাধন মন্ডল বাঁকুড়া:—–
দক্ষিণ বাঁকুড়ার সাবড়াকোন কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রতিবছরের ন্যায় এ বছরও ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীকে গোলাপ উত্তরীয়, ডাইরি ও কলম দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের অন্যান্য ছাত্রছাত্রীরা। পাশাপাশি ২০২৩ -২৪ শিক্ষাবর্ষে প্রশিক্ষণ সম্পূর্ন করেছে তাদেরকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি-হিসাবে উপস্থিত ছিলেন তালডাংরা বিধানসভার বিধায়ক তথা বিশিষ্ট শিক্ষক ফাল্গুনী সিংহ বাবু এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষ,,পাঁচমুড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ অনল বিশ্বাস, তালডাংরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ , এছাড়া সাবড়াকোন গ্রাম পঞ্চায়েত প্রধান , সাবড়াকোন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক রামকৃষ্ণ পাল , ইনস্টিটিউটের এইচওডি সুশান্ত ধবল, প্রসেনজিৎ দে ও মনসা সালুই সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।সমগ্র অনুষ্ঠান টি সুন্দর ভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠানের কর্ণধার রামকৃষ্ণ পাল। এক প্রশ্নের উত্তরে রামকৃষ্ণ বাবু জানান, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীদের সাদরে বরণ করে নিয়েছি যারা আমাদের এই প্রতিষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ নিতে এসেছে। এছাড়া যারা প্রশিক্ষণ সম্পুর্ন করেছে সেই সব ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি যারা ভালো রেজাল্ট করেছে তাদের হাতে পুরস্কার এবং সকলের হাতেই শংসাপত্র তুলে দেওয়া হয়। কম্পিউটার ট্রেনিং সেন্টার সম্পর্কে পাঁচমুড়ার বিশিষ্ট শিক্ষক তথা পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী বিশ্বনাথ কুম্ভকার বলেন এলাকার সুপরিচিত এবং দক্ষতার সাথে এই ট্রেনিং সেন্টার এলাকার যুবক যুবতীদের কর্ম উদ্যোগী হতে পথ দেখাচ্ছে।