নবী দিবস উপলক্ষ্যে জলসা

Spread the love

নবী দিবস উপলক্ষ্যে জলসা

সেখ রাজু,

ফাতিহা দোয়াজ দাহম নবী দিবস উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ধারসোনা গ্রামের পূর্বপাড়া পীরতলায় এক বিরাট জলসার আয়োজন করা হয় । বর্তমানের সামাজিক অবক্ষয়ের কথা চিন্তা করে, মানুষের মধ্যে ঐক্য ও মিল মহব্বত জাগ্রত করা লক্ষ্যে আজকের এই জলসায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন । সম্প্রীতির বার্তা প্রসারে আজকের এই জলসা নয় বছরে পদার্পণ করল । সকাল থেকেই সাজো সাজো রব, মেলা থেকে শুরু করে বিভিন্ন খেলনার দোকান ও সমগ্র জলসা চত্বর আলোর সাজে সেজে উঠেছিল । আজকের অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে সম্প্রীতির বার্তা দিলেন প্রধান আয়োজক পীরে কামেল শারাফাত চৌধুরী । জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষই আমরা এক । তাই সকলকেই আন্তরিকতার সঙ্গে বসবাস করার জন্য আহ্বান করেন । জলসার প্রধান বক্তা পীরে কামেল গোলাম রসুল সাহেব রেজবী । নবী দিবসের গুরুত্ব বিষয়ক বিভিন্ন তথ্য আজকে এলাকার মানুষের সামনে উপস্থাপন করেন । সমাজসেবী হবন চৌধুরী বলেন জলসায় অভূতপূর্ব এক নিদর্শন দেখা যায় । সকল সম্প্রদায়ের মানুষ ঐতিহাসিক বক্তব্য শোনার জন্য উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শেষে কয়েক হাজার মানুষের জন্য আহারের ব্যবস্থা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *