নবী দিবস উপলক্ষ্যে জলসা
সেখ রাজু,
ফাতিহা দোয়াজ দাহম নবী দিবস উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ধারসোনা গ্রামের পূর্বপাড়া পীরতলায় এক বিরাট জলসার আয়োজন করা হয় । বর্তমানের সামাজিক অবক্ষয়ের কথা চিন্তা করে, মানুষের মধ্যে ঐক্য ও মিল মহব্বত জাগ্রত করা লক্ষ্যে আজকের এই জলসায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন । সম্প্রীতির বার্তা প্রসারে আজকের এই জলসা নয় বছরে পদার্পণ করল । সকাল থেকেই সাজো সাজো রব, মেলা থেকে শুরু করে বিভিন্ন খেলনার দোকান ও সমগ্র জলসা চত্বর আলোর সাজে সেজে উঠেছিল । আজকের অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে সম্প্রীতির বার্তা দিলেন প্রধান আয়োজক পীরে কামেল শারাফাত চৌধুরী । জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষই আমরা এক । তাই সকলকেই আন্তরিকতার সঙ্গে বসবাস করার জন্য আহ্বান করেন । জলসার প্রধান বক্তা পীরে কামেল গোলাম রসুল সাহেব রেজবী । নবী দিবসের গুরুত্ব বিষয়ক বিভিন্ন তথ্য আজকে এলাকার মানুষের সামনে উপস্থাপন করেন । সমাজসেবী হবন চৌধুরী বলেন জলসায় অভূতপূর্ব এক নিদর্শন দেখা যায় । সকল সম্প্রদায়ের মানুষ ঐতিহাসিক বক্তব্য শোনার জন্য উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শেষে কয়েক হাজার মানুষের জন্য আহারের ব্যবস্থা করা হয় ।