নব প্রভাত
।।
গৌতম চৌধুরী । বসিরহাট উত্তর চব্বিশ পরগনা জেলা পশ্চিম বঙ্গ ।
আজ রবিবার পয়লা বৈশাখ।
এলো নব প্রভাত, বছরের প্রথম দিন আজ।
পুরাতনের মাঝে নতুন প্রজন্ম জাগুক, জাগুক নব নব চেতনায়।
তবু পুরাতনকে ভুলে যেও না।
পুরাতনের আদর্শ বার্তা নিয়ে,
নব নব চেতনায় জেগে ওঠো আর জাগ্রত করো _মানবিক চেতনার উৎস।
নব শিশুর আনন্দসুখ কেড়ে নিওনা।
কখনো তাদের মনে দিয়োনা দুখ।
তাদের সুখে রাখার স্বপ্ন জাগাও।
তারা জেগে উঠুক পরম উৎসাহে।
আনন্দের ঢেউয়ে ঢেউয়ে দুলে
উঠুক –নবনব সুখে।
নব নব চেতনায়, নব নব ধারায়।
স্নেহ-মমতার ছায়ায়।
আগামী প্রজন্ম তারা জেগে
উঠুক, ভবিষ্যতের দেশ গড়ার
স্বপ্ন নিয়ে।
তারা যেন ন্যায় পূজারির ব্রত নিয়ে, ভারতবর্ষের শিং আসনে বসে।
এই তো আমার কামনা এই পয়লা বৈশাখে প্রথম দিনের
নব প্রভাতে।