নয়নের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

Spread the love

নয়নের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

সেখ রাজু,

১৯৪৭ সালের ১৫ আগস্ট, ১৩৫৪ বঙ্গাব্দের ২৯ শে শ্রাবণ, শুক্রবার ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল । সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর ১৫ই আগস্ট তারিখটিকে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় ।

বৃহস্পতিবার সমগ্র ভারতবর্ষ জুড়ে 78 তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালন করা হয় । জাতীয় পতাকা ভারতের গ্রাম গঞ্জের প্রতিটি কোনায় কোনায় উজ্জ্বলমান । জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভাতারের মোহনপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা নেতা নয়ন সামন্তের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয় । বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । দিনটি সম্পর্কে স্মৃতিচারণ এবং বিস্তারিত বিবরণ তুলে ধরেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা নেতা নয়ন সামন্ত । পাশাপাশি মোহনপুর বাজারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করা হয় । স্বাধীনতার আনন্দ ভাগ করে নেওয়া উপলক্ষ্যে সকলকে মিষ্টিমুখ করানো হয় । দেশপ্রেমি শহীদদের রক্তে এই স্বাধীনতার অটুট বন্ধন রক্ষিত থাকুক এই অঙ্গীকারবদ্ধে উপস্থিত গ্রামবাসীরা ।

তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা নেতা নয়ন সামন্ত বলেন আজকের দিনটি অনেক শহীদের বলিদানে আমরা পেয়েছি । স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতিগত হিংসা বিদ্বেষ ভুলে সম্প্রীতির দেশ গড়ার বার্তা দেন । তিনি আরও বলেন স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে এগিয়ে চলতে হবে । জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে পথ চলব । সব শ্রেণীর মানুষকে নিয়ে শ্রমিক সংগঠন মানুষের পাশে থেকে মানুষের কাজ করবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *