সুরজ প্রসাদ
শুক্রবারের লকাডাউনের চিত্র গতকালকের চেয়ে কিছুটা ভিন্ন। একদিকে পুলিশের চেকিং অন্যদিকে বাজারে ভিড়।২২ থেকে ২৯ জুলাই বর্ধমান শহরে সম্পূর্ণ লক-ডাউনের ঘোষণা করে প্রশাসন। শহরের ৩৫ টি ওয়ার্ডের সব এলাকা এর আওতায় রয়েছে। গতকাল রাজ্যজুড়ে লক-ডাউনের দিনে মানুষ দারুণ ভাবে সাড়া দিয়েছিলেন।প্রায় সবকিছুই বন্ধ ছিল।আজ রাস্তার মোড়ে মোড়ে পুলিশের চেকিং রয়েছে। রাস্তাঘাট ফাঁকা।কিন্তু বাজারে আজ আবার ভিড়।লোকজন সোস্যাল ডিসট্যান্সের বিধি জলাঞ্জলি দিয়ে বাজার সারছেন। ভিড় হচ্ছে।পরোয়া নেই তাতে। মানুষের সুবিধার জন্য মুদিখানা সব্জি মাছের মত দরকারি পণ্যে ছাড় রয়েছে।তারই সুযোগ নিচ্ছেন কিছু মানুষ। তাদের জন্য অন্যদের সংযমের চেষ্টা মাঠে মারা যাচ্ছে।