নর্দমায় হাঁটু গেঁড়ে শাস্তি ঠিকেদার কে, শিবসেনা বিধায়কের এহেন শাস্তিদান

Spread the love

নর্দমায় হাঁটু গেঁড়ে শাস্তি ঠিকেদার কে, শিবসেনা বিধায়কের এহেন শাস্তিদান!


পারিজাত মোল্লা,  
সবে বর্ষা এসেছে।তাতেই জলমগ্ন হয়ে উঠছে মুম্বাইয়ের বড় অংশ।উচিত শাস্তি দিতে ঠিকেদার কে প্রকাশ্য রাস্তায় হাঁটু গেঁড়ে বসিয়ে মাথায় নর্দমার ময়লা জল ফেলানো হলো শিবসেনা সমর্থকদের দিয়ে।গোটা প্রক্রিয়া টি ভিডিও করে সোশাল মিডিয়ায় ভাইরাল পর্যন্ত করানো হলো। এহেন শাস্তিদাতা শিবসেনা বিধায়কের অবশ্য অনুশোচনা নেই, তিনি এলাকাবাসীর প্রতি জনপ্রতিনিধিত্ব করার দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন – ” মানুষ আমায় ভরসা করে ভোট দিয়েছেন। এলাকা অপরিস্কার রাখবো তা হতে পারে না”৷ জানা গেছে,  মুম্বাই পুরসভায় ২৫ বছর ধরে ক্ষমতাসীন রয়েছে শিবসেনা। উত্তর মুম্বাইয়ের কান্ডিভালি এলাকায় চলতি বর্ষায় জলনিকাশি বেহাল।তাই অল্প জলেই রাস্তায় উপচে পড়ছে নর্দমার জল।এলাকার বিধায়ক দিলীপ পান্ডে এলাকাবাসীদের কাছে নর্দমা বিষয়ে অভিযোগ পাওয়ার পরেই সংশ্লিষ্ট ঠিকেদার কে ডেকে এনে প্রকাশ্যে রাস্তায় হাঁটু গেঁড়ে বসিয়ে মাথায় নর্দমার ময়লা জল ফেলানো হলো।এই ঘটনা টি প্রত্যক্ষদর্শীরা ভিডিও করে সোশাল মিডিয়ায় ভাইরাল করে থাকে। প্রশ্ন উঠছে, যখন নর্দমা নির্মাণ প্রকল্প টি হচ্ছিল, তখন প্রকল্পের কাজ যথাযথ হয়েছিল কিনা,তা কেন জানতে চাননি ওই বিধায়ক? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *