নষ্ট ভরা নষ্টালজিক
মৃগয়া পাণ্ডে (বাংলাদেশ)
জানো তো!
আমি সব পারি, আমি নারী
আমি নিশীথে শক্ত করে তোমার হাত ধরে রাখতে পারি।
স্মৃতির উস্কানিতে শালীন বুকে ভেতরে তোমায় আশ্রয় দিতে পারি।
অষ্টপ্রহর প্রতীক্ষায় থেকে ডাগর চোখের জলে ডুবে যেতে পারি।
ব্যথিত হৃদয়ে নষ্ট ফুলের মতো বাশি বিছানায় সঙ্গিনী হতে পারি।
প্রেম ভরা বানে ষোড়শ কিশোরীর নগ্ন পায়ের চিহ্নের মতো
তোমার হৃদয়ে দাগ কাটতে পারি।
ভাঙা মঞ্চের তুলসী তলার পোড়া শিখা হতে পারি।
সদ্য ফোঁটা ফুলের মাতাল গন্ধ হতে পারি পবিত্র গ্রন্থের মতো শ্লোক হতে পারি
শুধু পারি না নির্জনতাকে খুন করতে।
দিনের শেষে রাতের কষ্টের
কৈশোর থেকে যৌবনের কষ্টের
ভার আমি বইতে পারি
আমি সব পারি নীরবতাকে খুন করতে পারি নে।
এই নষ্ট জীবনের কষ্টে ভরা নস্টালজিক স্মৃতি গুলোকে
আত্মঘাতী হতে দিতে ও পারি নে।
আর পারি নে
নিজের নির্জন মুহুর্ত কে নিজের হাতে খুন করতে ও পারি নে।