নাকড়াকোন্দা ফাল্গুনী পল্লী দুর্গোৎসব কমিটির থিম- “স্বপ্ন উড়ান” দেখতে মানুষের ঢল
সেখ রিয়াজউদ্দিন,বীরভূম:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শুরু হয়েছে। সেই দুর্গোৎসবের কারুকার্য হিসেবে কোথাও প্যান্ডেল তো কোথাও লাইটের রকমারি কিম্বা থিমের পূজা ইত্যাদি বিষয় নিয়ে মন্ডপে মন্ডপে চলছে চর্চা। তারই মধ্যে খয়রাসোল ব্লকের নাকরাকোন্দা ফাল্গুনী পল্লী দুর্গোৎসব কমিটির দশম বর্ষের থিম স্বপ্ন উড়ান।সেটা দেখতেই মানুষের ঢল নেমেছে স্রোতের মতো।অটো,টোটো সহ দু চাকা,চার চাকায় আগত দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম অবস্থা লোকপুর থানার পুলিশ সহ সিভিক ভলিন্টিয়াররা।রাজনগর,খয়রাসোল, দুবরাজপুর ব্লক এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন স্থান থেকে মানুষের আনাগোনা বেড়েছে। মিঠুন চক্রবর্তী, কাজল চক্রবর্তী,রবিলাল নাথ সহ কমিটির অন্যান্য সদস্যরা জানান যে, নাকড়াকোন্দা গ্রামের ভূমিপুত্র সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়ের নামানুসারে এই কমিটির নামকরণ এবং তার প্রকৃতি বিষয়ক যে চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনাটাকে সামনে রেখেই প্রতিবছর থিমের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে। এবছরেও তার ব্যাতিক্রম হয়নি।নাকড়াকোন্দা স্কুল মাঠে দুর্গাপুজোর প্যান্ডেলের মধ্যে লালন কবিরাজ ও সহযোগীদের হাতের নিপুণ ছোঁয়ায় থিম স্বপ্ন উড়ান এর কারুকার্য ফুটিয়ে তুলেছেন।
এক সাক্ষাৎকারে উদ্যোক্তাদের মধ্যে শ্রীমন্ত মুখার্জী জানান- সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায় এর বিভিন্ন লেখনির মাধ্যমে বারবার প্রকৃতি বিষয়ক চিত্র ফুটে উঠেছে।সেগুলো নিয়েই মূলত আমরা থিম করে থাকি। এবছর বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাবের কথা ফুটিয়ে তোলা হয়েছে ।আমরা কি ধ্বংসের দিকে যাবো নাকি সৃষ্টির দিকে? সেটা ভাবার সময় এসেছে না হলে মানবজাতি তথা সমগ্র প্রাণীকূল বিলুপ্ত হয়ে যাবে।বিশ্ব উষ্ণায়নের কারণ যেমন অতিরিক্ত বৃক্ষ ছেদন তেমনি বাঁচার জন্য এখন একটিই পথ ব্যাপকভাবে বৃক্ষ রোপণ। সুস্থ সুন্দর সমাজ ও পরিবেশ গঠনের লক্ষ্যে সবাইকে সেই সচেতনতার বার্তা দিতেই এরূপ ভাবনা।