খায়রুল আনাম,
বীরভূম : নানুরের থুপসাড়া গ্রাম পঞ্চায়েতের তাকোড়া গ্রামে আবারও পাওয়া গেল ড্রামভর্তি বোমা। ড্রামে প্রায় ৪০ টি বোমা রয়েছে বলে মনে করা হচ্ছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। আগামীকাল বুধবার ২৯ জানুয়ারী বম্ব স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করবে। কিছুদিন আগেই এখানে একটি বাড়ির পিছনে ঝোপের মধ্যে একইভাবে বোমা পাওয়া গিয়েছিলো। এলাকায় একাধিক ঘটনায় বোমাবাজির ঘটনাও ঘটেছে। এসব নিয়ে এলাকায় উত্তেজনা এবং আতঙ্ক দুই-ই রয়েছে।