খায়রুল আনাম,
বীরভূম : এও এক অভিনব উদ্যোগ। সাধারণভাবে দেখা যায় যে, সরকারি বিভিন্ন হাসপাতালে রক্তের সঙ্কট মেটাতে একদিনের বা এক বেলার স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। সেই স্বেচ্ছা রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় স্থানীয় সরকারি ব্লাড ব্যাঙ্কে। কিন্তু এবার সেই ধারার বদল ঘটিয়ে পুজোর মরশুমে স্বেচ্ছা রক্তদান শিবিরগুলি না হওয়ার কারণে ব্লাড ব্যাঙ্কে যে রক্তের আকাল চলছে, তা দূর করতে নানুরের পাপুড়ীর শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি পাপুড়ী হাই মাদ্রাসায় একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই রক্তদান শিবিরটি চলবে ২৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। ২৩ তারি বোলপুর মহকুমা হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য মোটরবাইক রালি পাপুড়ী পর্যন্ত যাবে এবং এই স্বেচ্ছা রক্তদান শিবির হবে বলে আয়োজকদের পক্ষে শহীদ পরিবারের শেখ কাজল জানিয়েছেন। করোনাকালে এই গ্রাম একশো শতাংশ ভ্যাকসিন দিয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলো। এবার হচ্ছে ৯ দিনের স্বেচ্ছা রক্তদান শিবির। এখান থেকে সংগৃহীত রক্ত জেলা ছাড়াও জেলার বাইরের ব্লাড ব্যাঙ্ককে দেওয়া হবে প্রয়োজন ভিত্তিক।