নানুর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হিন্দু মুসলিম সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গণ ভাইফোঁটার আয়োজন

Spread the love

নানুর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হিন্দু মুসলিম সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গণ ভাইফোঁটার আয়োজন

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
“ভায়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা”- আজকে ভাইফোঁটা,ভায়ের মঙ্গল কামনায় বোনেরা ফোঁটা দিয়ে থাকেন। সেই প্রেক্ষিতে এদিন নানুর বিধানসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খুজুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো গণ ভাইফোঁটা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন নানুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিধায়ক বিধান মাজি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সহ তৃণমূলের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। ভাইফোঁটা উপলক্ষে কাজল শেখ বলেন, এই উৎসব ভাই-বোনের ভালোবাসা ও মমতার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। বোন ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে ফোঁটা দেয়, আর ভাই বোনের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। অনুষ্ঠানে আনন্দ, হাসি ও বন্ধুত্বের আবহে সবাই মেতে ওঠে। গান, আবৃতি ও মিষ্টান বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। একান্ত সাক্ষাৎকারে সভাধিপতি কাজল সেখ বলেন প্রতি বছরের ন্যায় এবছরও গন ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। নানুর বিধানসভা কেন্দ্রের ১৭ টি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃনমূল কংগ্রেসের ধারক বাহক এবং প্রতিটি পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সভাপতি,বুথ সভাপতি এবং নানুর ও বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন। আমরা চেষ্টা করি আমাদের বোনদের সম্ভ্রম রক্ষা করি, একপ্রান্ত থেকে অন্য প্রান্তে নিরাপদে যাতায়াত করতে পারে, স্বাধীন ভাবে ঘোরাঘুরি করতে পারে। মুখ্যমন্ত্রী উপলব্ধি করেছিলেন বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হলে মহিলাদের অগ্রাধিকার দিতে হবে। তাইতো মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্পের সূচনা করেছেন। সেই চিন্তা ভাবনা থেকে এরূপ অনুষ্ঠানের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *