খায়রুল আনাম,
বীরভূম : নানুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা নওয়ানগর-কড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ- প্রধান সৈয়দ আবুল কাশেম বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ২৮ অক্টোবর সকালে তাঁর নানুরের সাকড্ডা গ্রামের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, পুত্র, কন্যা ও অগনীত মানুষকে রেখেই চলে গেলেন। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ থাকায় তাঁকে অক্সিজেনও দেওয়া হচ্ছিল। নানুরের বাম কৃষক আন্দোলন, খাস জমি উদ্ধার করে তা ভূমিহীনদের মধ্যে বিলি করা, জমির পাট্টা প্রদান- সহ বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সাংসদ ডা. শরদীশ রায়, সাংসদ গদাধর সাহা, বাম আমলের মন্ত্রী সুনীল মজুমদার, জেলার অন্যতম বাম নেতা সুরেন ব্যানার্জী, কেশব দাস, নানুরের এক সময়ের দুই বিধায়ক বনমালী দাস, আনন্দ দাস প্রমুখের সংস্পর্শেও তিনি এসেছেন। নানুরের গোপডিহি গ্রামের প্রয়াত বাম নেতা জীতেন মিত্রের সংস্পর্শে এসেই তিনি বাম আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এক সময় সাকড্ডা বান্ধব সমিতি আয়োজিত একাধিক যাত্রাপালাতেও তিনি অভিনয়ও করেছেন। আজ তিনিই চলে গেলেন জীবন মঞ্চ ছেড়ে। আজই বিকাল সাড়ে চারটের সময় সাকড্ডা গ্রামে তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।