নাবালক শিশু কোরআনে হাফেজ কায়েম করায় দোয়া মজলিসের অনুষ্ঠান বারাবন মাদ্রাসা প্রাঙ্গণে

নাবালক শিশু কোরআনে হাফেজ কায়েম করায় দোয়া মজলিসের অনুষ্ঠান বারাবন মাদ্রাসা প্রাঙ্গণে

সেখ রিয়াজউদ্দিন বীরভূম
খয়রাশোল ব্লকের বারাবন গ্রামে অবস্থিত মাদ্রাসা ইসলামিয়া আশরাফুল উলুম। সেখানে পাঠরত স্থানীয় গ্রামের বাসিন্দা সেখ জিয়াউর রহমানের নাবালক পুত্র সেখ মসিউর রহমান কোরআন হিফজ্যে করে অর্থাৎ কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ লাইনে উত্তীর্ণ। সেই আনন্দ সংবাদের প্রেক্ষিতে স্থানীয় গ্রামের গণ্যমান্য ব্যক্তি সহ মাদ্রাসার ছাত্র ও বহিরাগত অতিথিদের উপস্থিতিতে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে। এদিন নাবালক মসিউর রহমান উক্ত মজলিসে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনান এবং সকলের কাছে প্রশংসিত হয়। অনুষ্টানের মধ্যে বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক উজ্জ্বল হক কাদেরী মসিউর রহমানের হাতে পুষ্পস্তবক, উত্তরীয় সহ বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম দিয়ে সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারী কালিমুল্লা, কারী ইমরান,খয়রাসোল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আইনুস খান, সমাজসেবী সেখ এজাজুল হক প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে আজকের দোয়ার মেহফিল সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন স্থানীয় মাদ্রাসার প্রধান শিক্ষক তথা জমিয়তে উলামায়ে হিন্দের খয়রাসোল ব্লক সভাপতি মৌলানা মহম্মদ নাসিরউদ্দিন।

Post Comment

You May Have Missed