নাম সংকীর্তন উপলক্ষে স্বাস্থ্য শিবির বাসুদেবপুরে

Spread the love

নাম সংকীর্তন উপলক্ষে স্বাস্থ্য শিবির বাসুদেবপুরে

:—সাধন মন্ডল বাঁকুড়া:—-সারেঙ্গা ব্লকের বাসুদেবপুর গ্রামে শুরু হয়েছে ২৪ অখণ্ড রাধা নাম সংকীর্তন উৎসব ও মিলন মেলা এই উৎসবে প্রতিবছরের মতো এ বছরও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল বাসুদেবপুর গ্রাম ষোলআনা হরিনাম সংকীর্তন কমিটি। আজ রবিবার সকাল থেকেই দুই জন বিশিষ্ট ডাক্তার স্বাস্থ্য শিবির আসা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ও প্রয়োজনীয় ওষুধপত্র লিখে দেন যে দুজন ডাক্তার উপস্থিত ছিলেন তারা হলেন ডা: কৌশিক মন্ডল এমডি, বিখ্যাত রেডিওলজিস্ট ও ডা: গ্রন্থনা মন্ডল,জেনারেল মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ। অন্যান্য বছর চারজন ডাক্তারবাবু থাকেন এই স্বাস্থ্য শিবিরে। আজকের শিবিরে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন বলে কমিটির পক্ষ থেকে জানা যায়। উদ্যোক্তাদের মধ্যে শিব শংকর মন্ডল ,চণ্ডীচরণ মন্ডল, পীযূষ কান্তি মন্ডল, পাপন মন্ডল ঋতুরাজ মন্ডল রা বলেন আমাদের গ্রামের বাৎসরিক উৎসব হলো ২৪ প্রহর ব্যাপী নাম সংকীর্তন ও মিলন উৎসব। এই সময় আমাদের গ্রামের বাইরে যারা চাকরি করেন তারা সকলেই হাজির হন। দিন দিন ধরে চলে নাম সংকীর্তন ও একসাথে ভোজন অনুষ্ঠান। তার মাঝেই একদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় আজ রবিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ছিল । এবারে দুজন ডাক্তার ছুটি না পাওয়ায় ডাক্তারের সংখ্যা কম ছিল। ডাক্তার দেখাতে আসা চণ্ডীচরণ মন্ডল ,মনোরমা মন্ডল ,সরস্বতী মন্ডল ,ফুলকুমারী মন্ডল রা বলেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ডাক্তার বাবুদের কাছে যাই কিন্তু এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা যেভাবে পাই তা ডাক্তার বাবুদের কাছে টাকা দিয়েও সেই পরিষেবা পাই না এখানে ডাক্তার বাবুরা অত্যন্ত যত্ন সহকারে দেখেন ও দীর্ঘ সময় নিয়ে রোগের পুঙ্খানুপুঙ্খ জানতে চান। তারপরেই তারা ওষুধ লেখেন। আমরা ডাক্তার বাবুদের চিকিৎসা করি সবাই অত্যন্ত খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *