নারায়ন মন্দির সংস্কার পরবর্তীতে পুনঃপ্রতিষ্ঠা,লোকপুরের ডেমুরিয়ায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বিগত কয়েকশত বছর আগে থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে লোকপুর থানার ডেমুরিয়া গ্রামের পাল পরিবার,লাহা পরিবার,মন্ডল পরিবার নারায়নের সেবাকার্য্য চালিয়ে আসছেন।নারায়ণ মন্দিরটি ভগ্নদশার কারণে পাল পরিবার,লাহা পরিবার,মন্ডল পরিবার ও ডেমুরিয়া গ্রামের বাসিন্দাদের ও আত্মীয়দের আর্থিক সহযোগিতায় এদিন বুধবার রাসযাত্রার শুভলগ্নে নারায়ন মন্দিরটি পুনঃসংস্কার পরবর্তীতে শাস্ত্রীয় আচার মেনে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে শ্রদ্ধা ভক্তি ভরে সহকারে পুনঃপ্রতিষ্ঠা করা হলো।এদিন শুভ যাত্রার শুভ লগ্নে সকালে খোল করতাল সহযোগে তারকব্রহ্ম হরিনাম গাইতে গাইতে ডেমুরিয়া গ্রামের মহিলারা গ্রাম সংলগ্ন শাল নদী থেকে বারি ভর্তি জল আনয়ন পরবর্তীতে ঘটস্থাপন করা হলো।পুনঃপ্রতিষ্ঠা পরবর্তীতে কয়েকশত ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হবে বলে জানা যায়।
উদ্যোক্তাদের মধ্যে ধনঞ্জয় লাহা,হরেরাম লাহা,শিবশঙ্কর পাল সহ অন্যান্য সদস্যদের মন্দির প্রতিষ্ঠা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।
