নারী দিবস
— দিলীপ রঞ্জন ভাদুড়ী।
ইং ০৮-০৩-২০২৪
সুতো কলের শ্রমিক তাঁরা
সুতো কলেই আঁতুর ঘর,
শ্রমে চাই মর্য্যদা সমান
নারী আন্দোলনের প্রথম ঝড়।
মা ওয়ালেটকে জানাই প্রনাম
আন্দোলনের প্রথম হাঁক ,
সেই পথেই হেঁটে এসে
ক্লারা সেলভিন সফল বাক।
নারী আন্দোলন হয়নি সফল
ভারতে আমরা পিছিয়ে আছি
যতই করি মিছিল মিটিং
মুখে দেখাই মিষ্টি হাঁসি!
হাতরাসের নৃশংসতা
নর পশুদের অট্টহাসি
মণিপুরের নগ্ন মিছিল
কামদুনির কান্না নিশি।
লজ্জা শরম নেই আমাদের
আমরা হলাম বাক্যবীর,
রাজনীতি টাই ভরসা মোদের
সেখানেই ক্ষত গভীর।
নারী গর্ভে জন্ম সবার
মানব সভ্যতার অহংকার,
সেই নারী নীরবে কাঁদে
সুদূর তাঁদের স্বাধিকার।