নিউটাউন নজরুল তীর্থে হয়ে গেলো ‘কর্কট’ ছবির প্রিমিয়ার শো
গত ১৫ মার্চ বিকেল ৪টের সময় নিউটাউন নজরুল তীর্থে হয়ে গেলো সৌমেন চ্যাটার্জি প্রযোজনা ‘কর্কট’ সিনেমার প্রিমিয়ার শো। রোমান্টিক ও সামাজিক এই ছবিতে অভিনয় করেছেন অমিত শেঠি, রোহন ভট্টাচার্য, আরিয়ান ভৌমিক, অঙ্কিতা চক্রবর্তী, সংযুক্তা চক্রবর্তী, অনিদ্য ব্যানার্জী, ডাঃ অঞ্জন মুখার্জী, ভাস্কর ব্যানার্জী, অপরাজিতা ইউলমো।
‘কর্কট’ এর স্ক্রিপ্ট লেখক ও সহকারী পরিচালক রন্তিদেব দাস এবং পরিচালনায় সৌভিক দে। কলকাতা সহ একাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে। সৌমেন চ্যাটার্জি পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছবি আট থেকে আশি সকলের ভালো লাগবে।