নিখরচায় একশো ছাত্রছাত্রীর জাতীয় বিজ্ঞান অভিযানে সামিল
ঐশিক সেন,
দুর্গাপুর : জাতীয় শিক্ষাক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অগ্রণী ভূমিকা ছাত্র ছাত্রীদের শিক্ষার উৎকর্ষ ও মান বৃদ্ধি করে l যেখানে একশো শতাংশ সাফল্যই খুলে দেবে বিনা মূল্যে পঠন পাঠন এর অভূতপূর্ব সুযোগ l আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট দু হাজার তেইশ – এমনই সুযোগ এনে দিচ্ছে l সংস্থার একাডেমিক হেড সন্তোষ কুমার মিশ্র জানালেন, সাড়া ভারতবর্ষ জুড়ে পঁচিশ লক্ষেরও বেশী ছাত্র ছাত্রীরা অফ লাইন ও অন লাইন মাধ্যমে এই পরীক্ষা দেবে l পরীক্ষার সফল ছাত্রছাত্রীদের জন্য নগদ অর্থ পুরস্কারের পাশাপাশি একশো শতাংশ স্কলারশিপও থাকছে l অনলাইন মাধ্যমে ৭ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা দেওয়া যাবে l অফ লাইন পদ্ধতিতে এই পরীক্ষা দেওয়া যাবে অক্টোবরের ৮ তারিখ ও ১৫ তারিখ l ক্লাস সেভেন থেকে ক্লাস টুয়েলভ উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা এই পরীক্ষার উপযুক্ত l অন্য দিকে সংস্থার ম্যানেজার রূদ্র মুখার্জী জানান, সফল ছাত্র ছাত্রীদের জন্য সর্বোচ্চ দুলক্ষ্য টাকা থেকে পাঁচ হাজার টাকা নগদ পুরস্কারও থাকছে l সঙ্গে সাড়া ভারতের সেরা একশো ছাত্র ছাত্রী জাতীয় বিজ্ঞান শিক্ষা অভিযানে নি খরচায় যাওয়ার সুযোগ পাবে l এই সংস্থার বহু ছাত্র ছাত্রী জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষায় সফল হয় এখানের পড়াশোনার উৎকর্ষ ও উন্নত শিক্ষাদান প্রক্রিয়ার কারণে l