‘নিজের আবেশের সাথে চুটিয়ে প্রেম – পদ্মিনীর এই বইটি বিশ্ব বাজারকে ঝড়ের মতো দখল করেছে
‘এ প্রেম যে সে প্রেম নয়’ – পদ্মিনীর এই বইটি বাস্তবে অনেক পাঠকের মন জয় করেছে
চুটিয়ে প্রেম করুন’ – অপূর্ণ স্বপ্ন ও আকাঙ্ক্ষার এক গ্রন্থ
পদ্মিনী দত্ত শর্মার ১৬তম সৃষ্টি, ‘মেক লাভ টু ইয়োর অবসেশনস’, অর্থাৎ ‘নিজের আবেশের সজ্ঞে চুটিয়ে প্রেম’, হলো একটি গদ্য কবিতার সংগ্রহ যা আমাদের অবসেশনগুলোর ওপর ভিত্তি করে লেখা।বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সমাজ ও আশেপাশের মানুষদের অসন্তুষ্টির ভয়ে নিজেদের অবসেশনগুলো কে গলা টিপে হত্যা করি, এই বই তে পদ্মিনী অবসেশনগুলোকে কে বাঁচিয়ে রাখার অনুরোধ করেছেন এবং কোনো লজ্জা ছাড়াই সেগুলোর সজ্ঞে চুটিয়ে প্রেম করতে বলেছেন। লেখক বারংবার বলেছেন “আমাদের জীবন একটাই, তাই আমাদের উচিৎ কারুর ক্ষতি না করে নিজের আবেগ গুলো কে প্রাধান্য দেওয়া, এবং তাদের সজ্ঞে চুটিয়ে প্রেমে করা। আমাদের অবসেশনগুলোই আমাদের বেঁচে থাকার উৎস – সেটা শপিং, লেখা, সৌন্দর্যায়ন, সামাজিকীকরণ বা যেকোনো কিছু হতে পারে; যতক্ষণ পর্যন্ত তা অন্যদের ক্ষতি করছে না, আমাদের কারো কাছে কোনো দায়বদ্ধতা নেই। পদ্মিনীর বইগুলোতে সবসময়ই জীবনকে পূর্ণভাবে উপভোগ করার কথা বলা হয় যাকে চলতি ভাষায় বলে পসিটিভ থিংকিং।
আন্তর্জাতিক খ্যতসম্পন্না দ্বিভাষিক লেখিকা
পদ্মিনী দত্ত শর্মা, নানা মানব সম্পর্কের বিস্লেষন করে থাকেন, বিশেষ করে যাকে সবাই তার প্রেমের বিভিন্ন বিতর্কিত দৃষ্টিভঙ্গির জন্য চেনেন এবং যার লেখা পড়ে অনেক ভেঙে পড়া মানুষ পায় আলোর ঠিকানা, নিরাময় আর অনাবীল আনন্দ। পদ্মিনী তার পাঠকদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার জন্য জায়গা করে দিতে ভালোবাসেন, এমনকি যখন তিনি লিঙ্গ অধিকার বা অজাচার সম্পর্কের মতো সংবেদনশীল বিষয়গুলি নিয়ে আলোচনা করেন তখনও।
তার বিরলদৃষ্ট কবিতাগুলো, যা বেশিরভাগ খেত্রেই ছন্দময় হয়না, অদ্ভুত এক গল্পের স্বাদ বহন করে যা বই বন্ধ করার পরও পাঠকের মনে অনুরণিত হয়। তার বইগুলো পাঠকদের বাধ্য করে মানুষের সম্পর্কের দুর্বলতা এবং সমাজের মিথ্যা ও ভঙ্গুর নিয়মগুলি নিয়ে চিন্তা করতে। শর্মার লেখাগুলি পূর্ব ও পশ্চিমের একটি মিশ্রণ, যেখানে উভয় সংস্কৃতি সমান গুরুত্ব পায়। কখনও কখনও তাকে একজন অতীন্দ্রিয়বাদী হিসাবে বর্ণনা করা হয় কারণ তিনি অলৌকিক এবং অতিপ্রাকৃতের প্রতি বিশ্বাস রাখেন। পদ্মিনী সাহসের সাথে তার অপ্রচলিত চিন্তাগুলো ছুঁড়ে দেন, যাতে তার পাঠকরা সেগুলো সংগ্রহ করে নিজেদের ভাবনার সজ্ঞে মিলিয়ে নিতে পারেন।