কাজল মিত্র
– তৃনমুল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মতো রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার আসানসোল পুরনিগমের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি আসানসোলে নিজের বাসভবনে সপরিবারে ধর্ণায় বসেন৷ ছিলেন মেয়র পত্নী চৈতালি তেওয়ারি। মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, গত কয়েক মাসে ২২ বার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। একদিকে যখন সেবা করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছেন, তখন লুকিয়ে লুকিয়ে ২২ বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয় ক।এই মূল্য বৃদ্ধি কাদের ভালোর জন্য করা হয়েছে, তার জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিতে হবে। এই মূল্য বৃদ্ধিতে আগে থেকে সমস্যায় থাকা মানুষের সমস্যা আরো বেড়ে গেছে। কোল ইন্ডিয়া ও রেলের বেসরকারিকরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্র সরকার সরকারি সংস্থাগুলোকে যদি চালাতে পারছেন না তো, তাদের ইস্তফা দেওয়া উচিত। প্রধানমন্ত্রী যেসব সরকারি সংস্থা গুলোকে বেসরকারিকরণ করছেন, তারমধ্য একটিও সংস্থা তিনি তৈরী করেননি। সরকারি সংস্থা গুলো বিজেপির টাকায় তৈরী হয়নি। সেগুলো সব সাধারণ মানুষের টাকায় হয়েছে। আগের সরকার এইসব সংস্থা তৈরী করেছিলো। আর আপনি সেগুলো বিক্রি করছেন৷ কেন্দ্র সরকার যদি তাদের এইসব সিদ্ধান্ত বদল না করে , তাহলে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বড় ধরনের আন্দোলন করা হবে।