নিটের ফলাফলে অনিয়ম?এনটিএর হলফনামা চাইলো হাইকোর্ট 

Spread the love

নিটের ফলাফলে অনিয়ম?এনটিএর হলফনামা চাইলো হাইকোর্ট 

নিজস্ব প্রতিনিধি, 

অতি সম্প্রতি নিট পরীক্ষার ফলাফল  নিয়ে নজিরবিহীন সব অভিযোগ সামনে আসছে। পরীক্ষার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এর পাশাপাশি, বিভিন্ন রাজ্যে হাইকোর্টে আবেদন করেছেন প্রার্থীদের একাংশ । চলতি বছর নিট পরীক্ষায়  অনিয়মের বিরুদ্ধে একটি আবেদনের বিষয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর কাছে হলফনামা  চেয়েছে কলকাতা হাইকোর্ট এর অবকাশকালীন ডিভিশন বেঞ্চ ।মেডিক্যালে ভর্তির প্রবেশিকা পরীক্ষা (নিট)-এ অনিয়মের অভিযোগ তুলে মামলা দাখিল হয়েছে  কলকাতা হাইকোর্টে। সে প্রসঙ্গেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র কাছে হলফনামা চাইল হাইকোর্ট। চলতি সপ্তাহে  বিচারপতি কৌশিক চন্দ এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে ।  ডিভিশন বেঞ্চ জানায়, -‘ এই মামলার রায়ের উপর কাউন্সেলিংয়ের ফলাফল নির্ভর করবে’। আগামী দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে । এর পরে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনবে। কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে কিভাবে সংরক্ষণ নীতি মেনে নিটের মেধাতালিকা তৈরি হয়েছে? তা প্রকাশ করতে হবে। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিটের তথ্য সংরক্ষিত রাখতে হবে। আগামী জুলাই থেকে নিটের কাউন্সেলিং শুরু হবে।নিট হয় মোট ৭২০ নম্বরের। এক একটি প্রশ্নের নম্বর চার। আবেদনকারী জানিয়েছেন, নিটের ফলে দেখা গিয়েছে, অনেক পরীক্ষার্থী ৭১৯ বা ৭১৮ নম্বর পেয়েছে। আবেদনকারীর  প্রশ্ন, -‘এক একটি প্রশ্নে চার নম্বর করে থাকলে কিভাবে কোনও পরীক্ষার্থী ওই নম্বর পেতে পারেন? এই বিষয়েই এনটিএ-র হলফনামা চেয়েছে  কলকাতা হাইকোর্ট।গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে নিটের ফল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *