নিমতিতা মামলায় ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন এনআইএর

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,

গত সোমবার কলকাতার সিটি সেশন কোর্টে এনআইএ এজলাসে উঠে মুর্শিদাবাদের নিমতিতা বিস্ফোরণ মামলা।এই মামলায় সম্প্রতি তদন্তকারী সংস্থা বদল হয়েছে। আগে ছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি,এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। আজ সিটি সেশন কোর্টের এনআইএ  এজলাসে তদন্তকারী সংস্থা এনআইএর তরফে এই মামলায় ধৃত দুজন কে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। উল্লেখ্য,  বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের দুজন বর্তমানে সিআইডির হেফাজতে রয়েছে।গত ১৭ ফেব্রুয়ারিতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে সন্ধেবেলায় বিস্ফোরণ ঘটে। এতে রাজ্যের মন্ত্রী জাকির হোসেন সহ বেশ কয়েক জন আহত হন।  ২৬ ফেব্রুয়ারিতে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি  সুতি থানা থেকে দুজন কে গ্রেপ্তার করে থাকে। উল্লেখ্য,  মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বিস্ফোরণ মামলায় তদন্তকারী সংস্থা সিআইডি  কে যাবতীয় তথ্য প্রমাণ কেন্দ্রীয় এজেন্সি এনআইএর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল সিটি সেশন কোর্টে  বিশেষ এজলাস।  কলকাতার সিটি সেশন কোর্টে এনআইএর এজলাসে এই নির্দেশিকা টি জারি করা হয়েছিল। এই মামলার এফআইআর কপি, সাক্ষিদের বয়ান, তদন্তকারী সংস্থার হেফাজতে থাকা অন্যান্য তথ্য ও প্রমাণ তুলে দিতে হবে এনআইএর হাতে। উল্লেখ্য,  গত ১৭ ফেব্রুয়ারিতে কাটোয়া আজিমগঞ্জ রেলপথে নিমতিতা স্টেশনে সন্ধের দিকে বিস্ফোরণ ঘটে।এতে রাজ্যের মন্ত্রী জাকির হোসেন সহ দশের কাছাকাছি ব্যক্তি কমবেশি আহত হয়েছিলেন।জখম মন্ত্রীর অপারেশন করা হয়েছিল।রাজ্যের তরফে এই মামলার তদন্তভার দেওয়া হয়েছিল সিআইডির হাতে।পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ  এই মামলার তদন্তভার নেয়।সোমবার তাই তারা সিআইডির হেফাজতে থাকা দুজন কে তদন্তের প্রয়োজনে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিটি সেশন কোর্টের এনআইএ এজলাসে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *