নিয়োগ দুর্নীতি মামলায় এবার তলব ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান কে
সেখ সামসুদ্দিন ,
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় শাসকদলের আরও এক নেতাকে তলব করলেন। তলব করা হল ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষকে। এক মামলাকারীর অভিযোগ, -‘ টাকার বিনিময়ে চাকরি বিলি করতেন দেবজ্যোতি। তিনি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এক জন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ব্যক্তিকেও চাকরি করে দিয়েছিলেন’। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলাকালীন দেবজ্যোতির বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসে সওয়াল-জবাব পর্বে । মামলাকারীর আইনজীবীর অভিযোগ -‘ দেবজ্যোতির সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের যোগাযোগ ছিল’। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, -‘ আগামী শুক্রবার দুপুর ১টার মধ্যে আদালতে এসে হাজিরা দিতে হবে দেবজ্যোতিকে’। এই নির্দেশ রাজ্যকেও নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু ওই এলাকা ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের আওতায় পড়ে, তাই ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের নির্দেশে স্থানীয় থানা দেবজ্যোতির হাজিরা নিশ্চিত করবে বলে জানা গেছে । দেবজ্যোতি আদালতে হাজিরা না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন।এখন দেখার এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করেন কিনা ওই তৃণমূল নেতা?
