নিরাপত্তার বাড়তি নজরদারি হিসেবে খয়রাশোল থানার উদ্যোগে বসানো হয় সি সি টি ভি ক্যামেরা।
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- এলাকার নিরাপত্তা রক্ষার্থে পুলিশ সহ সিভিক ভলিন্টিয়ারদের ভূমিকা বিশেষ উল্লেখ্যযোগ্য। তথাপি কোথাও কোনো ফাঁকফোকর যেন না থাকে তারজন্য খয়রাসোল থানার ওসি তপাই বিশ্বাস এর চিন্তা ভাবনা এবং তৎপরতা লক্ষনীয়।তিনি সদ্য খয়রাসোল থানায় ওসি হিসেবে যোগদান করেন এবং এলাকায় বেশ কিছু কাজের নিদর্শন তৈরি করেন। এজন্য এলাকাবাসীর কাছে তিনি কাজের মানুষ, কাছের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। আজ বুধবার ফের এক নতুন উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়েন।এলাকার মানুষজন ছাড়াও পথ চলতি মানুষজনের বাড়তি নিরাপত্তার স্বার্থে খয়রাসোল মেন রাস্তা,বাজার, বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় ১২ টি সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করলেন।উল্লেখ্য খয়রাশোল ব্লকের মধ্যে রয়েছে দশটি পঞ্চায়েত এবং তিনটি থানা। তারমধ্যে খয়রাসোল থানার আওতাধীন তিনটি পঞ্চায়েত ছাড়াও পঞ্চায়েত সমিতি,ব্লক,এস আই অফিস,ভূমি সংস্কার,কৃষি দফতর, সেচ দপ্তর,ব্লক প্রানী চিকিৎসা কেন্দ্র,সিডিপিও অফিস,তিনটি ব্যাঙ্ক,ডাকঘর সহ ব্লক স্তরের সমস্ত অফিস মূলত খয়রাসোলের বুকেই অবস্থিত।সেই হিসেবে প্রতিদিন ব্লক এলাকার লোকজনের আনাগোনা বিভিন্ন কাজের জন্য খয়রাসোলে। এতো এতো মানুষের আনাগোনায়
তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই খয়রাশোল থানার ওসির এরূপ উদ্যোগ বলে জানা যায়।
এদিন মোট ১২ টি সি সি টি ভি ক্যামেরা বসানো হয়।এরমধ্যে ওসি সরাসরি নিজের অফিসে বসেই নজরদারি চালাতে পারবেন। নিরাপত্তার দিকটা আরো শক্তিশালী হলো বলে স্থানীয় ব্যবসায়ী মহল সহ এলাকাবাসীদের অভিমত। বিশেষ উল্লেখযোগ্য সপ্তাহ কয়েক আগেই লোকপুর থানার গাংপুর গ্রামের এক মহিলা খয়রাসোল গ্রামীণ ব্যাংক থেকে টাকা ছাড়িয়ে বাড়ি যাবার পথে টাকা ও অন্যান্য নথিপত্র সহ ব্যাগটি পড়ে যায়। এবিষয়ে খয়রাসোল থানায় অভিযোগ দায়ের করা হয় মহিলার পক্ষ থেকে। তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করেন ওসি তপাই বিশ্বাস এবং কয়েক ঘণ্টার ব্যবধানে বিভিন্ন জায়গায় সিসিটিভি র ফুটেজ দেখে হারিয়ে যাওয়া টাকা, নথিপত্র সহ ব্যাগটি ঐ মহিলাকে থানায় ডেকে তার হাতে ফিরিয়ে দেন।