নির্দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান রাইপুরে :–

Spread the love

নির্দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান রাইপুরে :–

শুভদীপ ঋজু মন্ডল ,জঙ্গলমহল, বাঁকুড়া:—রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও আয়োজনে আজ বিজয়া সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রাইপুর ব্লক কমিউনিটি হলে সেখানে রাইপুর ব্লকের মটগোদা গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী হিসেবে জয়ী রবীন্দ্রনাথ কিসকু আজ রাইপুর ব্লক কমিউনিটি হলে বিজয়া সম্মেলনের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র ও রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু সাথে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাত, মহিলা নেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্ত বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ বাউরী প্রমূখ নেতৃবৃন্দ। তৃণমূল কংগ্রেসে যোগদানের পর তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন মা মাটি মানুষের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে শামিল হতেই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। এলাকার মানুষের কাজ করতেই আমার এই সিদ্ধান্ত। তৃণমূল দলটি গঠন হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস এর একজন সক্রিয় কর্মী ছিলাম। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে দল আমাকে প্রার্থী না করে অন্য লোককে প্রার্থী করায় ক্ষোভ হয়েছিল তাই নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছিলাম এলাকার মানুষের সহযোগিতায় জয়ী হই কিন্তু এখন বুঝেছি নির্দ ল হিসেবে থাকলে মানুষের কোন উন্নয়নমূল ক কাজ করতে পারবো না। তাই পুরানো দলেই ফিরে এলাম আশা করি এলাকার মানুষের আপদে বিপদে কাজ করতে পারব। আমি বহড়াডাঙ্গা বুথ এলাকার সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *