নির্মলতার বার্তা দিচ্ছে ‘কাদাপাড়া শুঁড়া নবীন সংঘে’র দুর্গোৎসব
পারিজাত মোল্লা ,
না এটা পল্লিবাংলার কোন কুটির নয়, এটি এবারের মহানগর এলাকায় শারদোৎসবের মন্ডপ।কলকাতা পুরসভার ৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত ফুলবাগান সংলগ্ন ‘কাদাপাড়া শুঁড়া নবীন সংঘে’র দুর্গোৎসব এবার ৫৪ বর্ষে পড়লো। প্রতিমা শিল্পী কালাচাঁদ পালের নৈপুণ্য পারদর্শিতায় মহানগর কলকাতায় ফুটে উঠেছে ঝকঝকে গ্রামবাংলার নির্মলতার ছবি।জানা গেছে, আয়োজক সংস্থার ক্লাব টি সারা বছর এলাকাজুড়ে পরিবেশ নির্মল রাখতে সক্রিয় উদ্যোগ গ্রহণ করে থাকে । এলাকার কচিকাঁচা থেকে সাধারণ গৃহবধূরাও এই ক্লাবের নির্মল অভিযানে হাত মেলায়। ‘কাদাপাড়া শুঁড়া নবীন সংঘে’র সম্পাদক শ্রী অমিত ঘোষ (পেশায় শিক্ষক) এবং সভাপতি শ্রী বি.এন কৃষাণ জানান – ” এই পুজো দেখতে হাজার হাজার মানুষজন আসেন, তাই দর্শনার্থীদের প্রতি দূষণহীন পরিবেশ গড়তে আমরা বার্তা দিচ্ছি,যাতে তারা একটু সচেতন হন”। জানা গেছে পঞ্চমীর দিন এই ক্লাবের পুজো উদঘাটন করেন স্থানীয় জনপ্রিয় কাউন্সিলার শ্রীমতী চিনু বিশ্বাস, সংশ্লিষ্ট ওয়ার্ড সভাপতি শ্রী পবিত্র বিশ্বাস, আইনজীবী শ্রীমতী আরতি রায় চৌধুরী, কলকাতা পুলিশের সার্জেন্ট পঙ্কজ দেবনাথ, কলকাতা মেডিকেল হাসপাতালের চিকিৎসক ডক্টর সুনির্মল চৌধুরী, চিকিৎসক আমন গুপ্তা প্রমুখ । বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। এদিন সন্ধেবেলায় এক ক্যারাটে প্রদর্শনীর আয়োজন করা হয় প্রশিক্ষক মনোজ দাস পরিচালনায়। সেখানে প্রতিযোগীরা অংশগ্রহণ করে থাকে ।