নির্মল শিরোপা পেল শিশু শিক্ষা নিকেতন 

Spread the love

নির্মল শিরোপা পেল শিশু শিক্ষা নিকেতন 

পারিজাত মোল্লা, 

পুরস্কার কোন মাইল ফলক নয়…                              শিশু শিক্ষা নিকেতনের সকল শিশুদের জীবন সত্য সুন্দরের আলোক স্পর্শে যেন ভাস্বর হয়ে উঠতে পারে, জীবনের কঠিন বাধাগুলি অতিক্রম করার জীবনশক্তি যেন তারা পায়, জীবন-দেখার প্রসারতা যেন বিকশিত হয় তারই সিঞ্চনে আমরা সকলেই ব্রতী এবং অঙ্গীকারবদ্ধ। তবুও বলতেই হয় পুরস্কার আমাদের জীবনের কর্মক্লান্তিতে মাঝে মাঝে নির্মল সমীরণ হয়ে আসে, বাচ্চাদের কাজে উৎসাহ  জোগায়। 

২০২২-২৩ চক্রস্তরে নির্মল বিদ্যালয় পুরস্কার-  বিদ্যালয়কে মনোনিত করার জন্য সমগ্র শিক্ষা মিশনের চেয়ারম্যান শ্রীযুক্ত কার্ত্তিক চন্দ্র মান্না মহাশয়,  ডি. আই স্যার এবং সপ্তদশ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীযুক্ত সমীর মজুমদার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *