নির্যাতিতার নাম প্রকাশের জের, হাইকোর্টে মামলা কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে 

Spread the love

 নির্যাতিতার নাম প্রকাশের জের, হাইকোর্টে মামলা কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিনিধি,

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে আরজিকর সংক্রান্ত মামলা।এদিন কলকাতার পুলিশ কমিশনার গোয়েলকে অপসারণ সংক্রান্ত মামলায় রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়কে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এদিন অন্য একটি বিষয়ে বিস্ময় প্রকাশ করেছে আদালত। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না!এই ইস্যুতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানান , -‘আরজি করের প্রাক্তন অধ্যক্ষের হয়ে সওয়াল করার সময় আইনজীবী থাকেন, আর আজ নেই?’আরজি কর সংক্রান্ত মূল মামলার সঙ্গে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ১৮ সেপ্টেম্বর ওই মূল মামলার শুনানি হওয়ার কথা। সেদিন যাতে সরকারের আইনজীবী আদালতে উপস্থিত থাকেন সেই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বক্তব্যও জানতে চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।গত বুধবার সিপির পদত্যাগের দাবি তুলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানিয়েছিলেন আইনজীবী অমৃতা পাণ্ডে। সেই মামলা গ্রহণ হয় এবং তারই এদিন শুনানি ছিল। পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ, সংবাদমাধ্যমে আরজি করের নির্যাতিতার নাম উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবারই এই সংক্রান্ত মামলার তদন্ত সিবিআইকেই দিয়েছে কলকাতা হাইকোর্ট।চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা তো বটেই, আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তও করছে সিবিআই। কিন্তু নির্যাতিতার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এই অভিযোগে আদালতে আলাদা মামলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশ, -‘যেহেতু এই মামলা তদন্ত করছে সিবিআই তাই এই বিষয়টিও তাঁরাই খতিয়ে দেখবে। সেই কারণেই সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টরের রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।আরজি করের নির্যাতিতার ছবি-ভিডিও যাতে কোনওভাবে না ছড়ায় তার জন্য কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকলে তা দ্রুত মুছে দেওয়ারও নির্দেশ দেয় । কিন্তু এখনও তা ছড়াচ্ছে বলে অভিযোগ। সেই পরিপ্রেক্ষিতে এবার সিবিআই-এর রিপোর্ট তলব।করলো কলকাতা হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *