জ্যোতিপ্রকাশ মুখার্জি,
আবার মানবিক মুখ দেখা গেল পূর্ব বর্ধমানের আউসগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের।
স্হানীয় সূত্রে জানা যাচ্ছে কয়েকদিন আগে এক সংঘর্ষে আউশগ্রাম ১নং ব্লকের বেরেন্ডা অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী ইয়াসিন সেখ নিহত হন।মৃত দলীয় কর্মীর পরিবারকে সান্ত্বনা দিতে বিধায়ক সেখানে যান এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।সেই প্রতিশ্রুতি রক্ষার্থে ২০ শে জুন তিনি নিহত পরিবারের হাতে ২ লক্ষ টাকা তুলে দেন।
উপস্থিত ছিলেন আউসগ্রাম ১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ সালেক রহমান, দুই কার্যকরী সভাপতি প্রশান্ত গোস্বামী ও অরূপ সরকার, অঞ্চল সভাপতি ফকির সেখ, কৃষক সেলের সভাপতি সেখ আকবর , যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জুলফিকার আলী মন্ডল সহ স্হানীয় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। প্রসঙ্গত কয়েকদিন আগেই বিধায়ক গুসকরার এক দরিদ্র পরিবারের শিশুর চক্ষু অপারেশনের জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন।
বিধায়ক বললেন – আমাদের দলের নীতিই হল আপদে-বিপদে মানুষের পাশে দাঁড়ানো। বাড়ির রোজগারের সদস্য শহীদ হওয়ায় পরিবারটি আর্থিক সমস্যায় পড়ে। এলাকার বিধায়ক হিসেবে আমরা দলীয় ভাবে তার পাশে দাঁড়িয়েছি।