কাজল মিত্র,
– কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির লাইন্স ক্লাব সংলগ্ন এলাকা থেকে এক নিয়ামতপুরের বাসিন্দা মহিলার গলার হার ছিনতাই হওয়ার ঘটনা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য !মঙ্গলবার সকালে ৭টা নাগাদ নিয়ামতপুরের বাসিন্দা শ্বাতি গিরিয়া নিয়ামতপুর শ্যাম মন্দির থেকে প্রনাম করে বাড়ি ফেরার সময় এক মোটরবাইকে করে আসা দুই যুবক প্রথমে জিজ্ঞাসা করে দিদি নিয়ামতপুর বিষ্ণুবিহার কোনদিকে। এর পর কিছু দূর আমি আসার পর ওই মোটরবাইকে দুই যুবক আমার পিছন দিক থেকে গলার সোনার হার টি ছিড়ে নেই এবং সেইসময় শ্বাতি গিরিয়া গলার হারটি বাঁচাবার জন্য গোলার হার টি ধরে এবং গলার হারের অর্ধেক অংশ নিয়াপালায় ওই মোটর বাইকে থাকা ২ যুবক নিয়ে পালাই বলে অভিযোগ !ঘটনার লিখিত অভিযোগ নিয়ামতপুর ফাঁড়িতে জানান পুলিশ তদন্ত শুরু করেছে !এদিন নিয়ামতপুর ফাঁড়ির আধিকারিক ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিবরণ নেই !একই সাথে নিয়ামতপুর মোর এলকাথেকে এক মোবাইল ছিনতাই করে নিয়ে পালাই বলে খবর !দিনের আলোয় এই ঘটনাতে আতঙ্ক শীর্ষটি এলাকার মানুষদের মধ্যে বলে জানান!