নীলপরি প্রেম
শ্রী সমরেন্দু চক্রবর্তী
আমার হৃদয় আজ ভরিল রে,
আমার প্রাণ আজ ধন্য রে-
চক্ষে আমার আজ অশ্রু মেঘ,
প্রেম বরষাত হয়ে আসিল রে
আজ আমি সব পেয়েছির দেশে,
মোর প্রাণ বিণা বাজল অবশেষে।
আমার হৃদয় কার হৃদয়ে মিশে
ওঠায় তান আনন্দ গান দশদিশে!
সকল কিছু সঁপেছি যার দু’পায়–
সাধ্যি কীগো ধরব তারে ধরায়?
প্রেমের আগুণে তাপিত এই দেহ,
শ্রাবণ ধারায় স্নিগ্ধ হয়েছে সেও।
বৃষ্টি ওরে, ভেজাস নারে তারে,
আমার প্রাণের শ্রেষ্ট-মানুষটি রে!
নদীর পাথর কাটিস-নে তার পায়,
বাতাস, করিস আদোর তার গায়!
ওরে’ও যখন যেথা করবে দেখা –
পাখিরা শোনাস গান, কিছু শেখা!
দিনশেষে যদি আসে কর্মশ্রান্ত অবশ-
খরতাপে গাছেরা দিস্ হিমের পরশ!
নীলপরি প্রেম বিরহিত করিল দেহমন,
মিলিবারে চায় বারেবারে প্রজাপতি মন!
অধিকারহীন প্রেম তবু কেন উচাটন?
ওরে, প্রকৃতি মাঝারে মিলিব মহামিলন।
প্রথম দেখায় মিলবে চোখেতে চোখ,
হৃদমাঝারে হৃদয়ের হবে মহা সংযোগ!
আণবিক হয়ে অনুরে করিব পরিক্রমণ,
আটক করিবে মোরে – করিবে বারণ?